ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামে বাড়ীর পাশের মাঠ থেকে গরু আনতে যেয়ে অনার্স ভর্তিচ্ছু মাহাদী হাসান নামে এক শিক্ষার্থী বজ্রপাতে মারা গেছে। রবিবার (১৯ মে) দুপুরে মাহাদী বৃষ্টি ও বজ্রপাত দেখে তাদের গৃহপালিত গরু আনতে বাড়ীর পাশের মাঠে যায়।
এসময় গরুটি বেঁচে গেলে ও বজ্রপাতে মেহেদী নিহত হয়। জানা যায় মেহেদী হাসান উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ীর আতিকুর রহমান মজুমদারের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মেহেদীর এ মৃত্যুতে তার স্বজনেরা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম সত্যতা নিশ্চিত করে জানান, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে বজ্রপাতে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি।