ফেনী জেলার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফুলগাজি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম একরামুল হক একরামের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আনন্দপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় ও ফুলেল শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পারিবারিক কবরস্থানে প্রথমে শ্রদ্ধা জানাতে আসে ফুলগাজী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার। এর পর পরই উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে আসে।
উল্লেখ্য, ২০১৪ সালের (২০ মে) নিজ দলীয় সন্ত্রাসীরা ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে তাকে বহনকারী গাড়ীকে গতিরোধ করে প্রথমে গুলি চালায় এরপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য পেট্রোল ঢেলে গাড়ীতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।
ফুলগাজী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম একরাম ভাইয়ের অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করবো। এজন্য ফুলগাজীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।