ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শোকবার্তায় বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও অন্য যারা নিহত হয়েছেন, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার্তায় এই শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা জানান। প্রেসিডেন্ট রাইসিকে একজন বিচক্ষণ নেতা হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী নিহতদের স্বজন ও ইরানের জনগণ যেন শোক কাটিয়ে উঠতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এক টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহাইয়ানিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, রবিবার (১৯ ম) রাতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজন এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।