পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হতে শালডাঙ্গা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সাবেক রেলপথ মন্ত্রী, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি রাস্তা পাকা করনের কাজের উদ্ধোধন করেন। সাকোয়া হতে শালডাঙ্গা পর্যন্ত কাচা রাস্তা পাকা করনের উদ্ধোধন করেন। এতে ব্যয় হবে সাড়ে আট কোটি টাকা।
রাস্তা পাকা করনের জন্য উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উন্নয়নের জন্য বর্তমানে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকবেন। তিনি আরো বলেন যে সমস্ত রাস্তা কাঁচা রয়েছে সেগুলো রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।
অনুষ্ঠান শেষে সাবেক রেলপথ মন্ত্রী মাড়েয়া আউলিয়া ঘাট ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বোদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ আলী শিকদার, সাধারণ সম্পাদক মোমিনুর ইসলাম বুলেটসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।