একুশ শতকের আধুনিক বিশ্বে দক্ষ ‘প্যারেন্টিং’একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে সুনিপুণ অভিভাবকত্বের ওপর। এরই প্রেক্ষিতে যত্নে গড়ি-স্বপ্ন শিশু এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে “সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গঠনে অভিভাবকের করণীয়” শীর্ষক প্যারেন্টিং কনফারেন্স এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ, এছাড়াও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, সহ-সভাপতি মু.ফজলুল হক এবং বিশেষ অতিথি ইকবাল হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ। প্রধান শিক্ষক আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মু.ফজলুল হক।
অনুষ্ঠানে প্যারেন্টিংয়ের নানা দিক তুলে ধরেন প্রধান আলোচক ফারুক আহমেদ , প্যারেন্টিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন জাফর উল্যাহ, এছাড়াও শিক্ষার্থীদের কো-প্যারেন্টিং নিয়েও আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইকবাল হোসেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে সন্তানদের নৈতিক শিক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পিতামাতার করণীয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে অভিভাবকদের মাঝে তাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের দূরত্ব সৃষ্টি হওয়ায় সমাজে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে। সন্তান সঠিক পথে আছে কি না ? সে কার সঙ্গে চলছে? সন্তানরা ডিজিটাল ডিভাইস কোন-কোন কাজে ব্যবহার করছে ? এসব বিষয়ে পিতামাতার অবশ্যই নজরদারিতে রাখা উচিত ।