মেহেরপুরের গাংনীতে মাঠে কাজ করার সময় সিরাজ মন্ডল (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার বেলা সাড়ে এগাটার দিকে মাঠে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা মাড়াই কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায় তার পরিবার। কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালের নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডাঃ জোবাইদা ফারজানা জানান, সিরাজ মন্ডলের চিকিৎসা দেওয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে এ অঞ্চলে শনিবার বেলা ১২ টার সময় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।