ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে, আওয়ামী লীগ নেতা বদরুল আলম প্রদীপ ( আনারস) প্রতিক ৪৮ হাজার ১৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক দুলাল (চিংড়ি মাছ) ৩৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাসেল মিয়া (তালা ) প্রতিক ৩৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা আহমেদ (পালকি) প্রতিক ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী হামিদ (হাঁস) প্রতিক ৪৯ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত আরা প্রিয়া(পদ্মফুল) প্রতিক ৩৯ হাজার ৯৩০ ভোট পেয়েছেন।
বুধবার (২৯ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক এবং উপজেলা নির্বাচন অফিসার (অতি: দা:) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফারুক মিয়া । তিনি জানান, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ সৃষ্টি হয়েছে।