“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে নয়টাই জেলা প্রাণিসম্পদ অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তীতে আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ হারিছুল আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইনজামামুল হক, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।
পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।