পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২ জুন) সকাল ১১টার সময় গলাচিপা উপজেলায় হলরুমে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতারণ করা হয়।
গলাচিপা উপজেলা নিবার্হী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এই সময় গলাচিপা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্,গলাচিপা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মাজিয়া নিতু,গলাচিপা উপজেলা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমকর্তা খোকন চন্দ্র সাহা সহ গলাচিপা গণ্যমান্য ব্যাক্তি।
এসময় প্রতিটি পরিবারকে ত্রাণ সামগ্রী ও নগদ দুই হাজার করে টাকা সহায়তা করা হয়।