পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভূষন রায় একই ইউনিয়নের সাবেক মহিলা সদস্যার সাথে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার ২ জুন বিকালে দেবীগঞ্জ উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষীরহাট চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফজলে হায়দার প্রধান, মাওলানা সালাউদ্দিন আহমেদ,স্থানীয় হাসিনা বেগম, আবু সাঈদ প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবু সাঈদ চাকুরির সুবাদে বাইরে থাকায় তার স্ত্রী রাশেদা বেগম এর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিভূষন রায়। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মনিভুষন রায় বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তার অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মনিভুষন রায় বিভিন্ন রাশেদা বেগমকে ভারতে নিয়ে যান, অফিসের কাজের নাম করে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে কয়েকদিন করে অবস্থান করে আবার বাড়িতে ফিরে আসে। দৈহিক সম্পর্কের কারনে রাশেদা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানান তারা।
তারা আরও জানান, স্থানীয় এক গ্রাম পুলিশের সদস্যকে সরকারি কাজে ব্যবহার না করে রাশেদা বেগমের বাড়িতে কাজ করার জন্য রেখেছেন। ওই গ্রাম পুলিশকে পাহাড়া রেখে রাশেদা বেগমের বাড়িতেও চেয়ারম্যান মনিভুষন রায় রাশেদা বেগমের সাথে দৈহিক মেলামেশা করতো।
এসময় চেয়ারম্যানের পদত্যাগসহ শাস্তির দাবী জানান বক্তারা।
রাশেদা বেগম পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য,হাসানপুর কাঠালতলী এলাকার আবু সাঈদ এর স্ত্রী। তাদের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করলে রাশেদা বেগম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় আবু সাঈদকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান আবু সাঈদ।
এ বিষয়ে একাধিকবার অভিযুক্ত চেয়ারম্যান মনিভুষন রায়ের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।