পটুয়াখালীর গলাচিপা উপজেলায় “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১১টার দিকে গলাচিপা প্রশাসনের আয়োজনে গলাচিপা পরিষদ মিলনায়তন হল রুমে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করা হয়।
সাংবাদিক মিল্টন সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা কৃষি অফিসার আরজু আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাদিজা খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা বন বিভাগের কর্মকর্তা কর্মচারীর, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা,সাংবাদিক ও গলাচিপা বিভিন্ন স্কুলের ছাত্র ও ছাত্রী।