চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে। তবে ভোটার উপস্থিতি নেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ৪০ মিনিটে পড়েছে মাত্র ১টি ভোট।
বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬৬ টি। ব্রাহ্মণবাড়িয়া চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনে আইন শৃংঙ্খলা রক্ষায় ১৭৬৫ জন পুলিশ, ৫৫ জন নির্বাহী ম্যজিস্ট্রেট এবং ৩ জন জুডিসিয়াল ম্যজিস্ট্রেট , র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, তিনটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬২ হাজর ৩৭২ জন।