বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই স্কুলে যাওয়া হল না ৬ বছরের জিদানের, মহেন্দ্র কেড়ে নিল তার জীবন ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে এতিমখানায় কাগজ-কলমে এতিম দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চগড়ে সম্পত্তির ন্যায্য হিস্যার দাবিতে দুই নারীর সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে ৩ঘন্টা বেঁধে রেখে নির্যাতন পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার মেহেরপুরে আঙুর চাষে সফল শরিফুল-মিম দম্পত্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী এজাজের পরিবারে শোকের মাতম,গা ঢাকা দিয়েছে সন্ত্রাসীরা

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২১৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী এজাজের পরিবারে শোকের মাতম,গা ঢাকা দিয়েছে সন্ত্রাসীরা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াশ রহমান এজাজ নিহতের ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রকাশ্যে এমন হত্যাকান্ডের ঘটনায় আতংকের ঘোর কাটেনি এলাকাবাসীর। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা ও তার অনুসারী জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নিহতের বাড়ি কলেজ পাড়ায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা- মা। তারা ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। সকালে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্বজনরা এজাজের বাড়িতে ভীড় করে। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশসহ গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহদাৎ হোসেন শোভনের বিজয় মিছিল করার সময় শহরের কলেজ পাড়া এলাকায় প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল উদ্দিনের সমর্থক জালাল উদ্দিন খোকার নির্দেশে এজাজের মাথায় গুলি করে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin