মেহেরপুরে কাজলা নদীর অবৈধ বাঁধ অপসারণ করায় মাছ চুরির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও নদীর বাঁদ অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামবাসীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আশাদুল ইসলাম আশার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের নিচ দিয়ে গোপালপুর মৌজার দাদপুর বিল নামে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা গ্রহণ করে গোপালপুর মাঝপাড়া মৎসজীবী সমবায় সমিতি। কিন্তু দাদপুর বিল বন্দোবস্ত নিয়ে খননকৃত স্রোত প্রবাহিত কাজলা নদীও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী কাজলা নদীর অংশটি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে।
নদীতে বাঁধ দেওয়ার কারণে বর্ষা মৌসুমে কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের হাজার হাজার বিঘা জমি পানিতে প্লাবিত হয়। পানি জমে থাকার কারণে জমিতে কোন ফসল হয় না। নদী দখলে নেওয়ার কারণে সাধারণ কৃষকদের পাট জাগ দিতে দেওয়া হয় না। এমনকি এলাকার কোন মানুষকে তারা পানি পর্যন্ত ব্যবহার করতে দেয় না। এই কাজলা নদী এক সময় শত শত নিবন্ধিত জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত।
নদীটি জোরপূর্বক দখল করার কারণে জেলেদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে যার ফলে এলাকার শত শত জেলে বেকার হয়ে পড়েছে। সাধারণ মানুষ নদীতে গোসল করতে গেলেও তাদের মাছ চোর বলে অন্যায়ভাবে মারধর করা হয়। শুধু তাই নয়, তারা মা- বোনদের সাথেও অশালীন আচরণ করে। খরা মৌসুমে সেচ কাজের জন্য পানি প্রয়োজন হলে সেই পানিও দেওয়া হয় না।
বক্তারা আরও বলেন,বর্তামান মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও তার কিছু সহযোগীদেও নিয়ে কোন নিয়মের তোয়াক্কা না করে, পেশি শক্তি খাটিয়ে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে জোরপূর্বক মাছ চাষ করছে। তার অপকর্মেও প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। ওই মিলু বাহিনী হামলা করে উল্টো আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।
মানববন্ধনে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন নিয়ে কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের গণ্যমান্য, রাজনৈতিক ব্যক্তি, জেলে সম্প্রদায় ও শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করে। এসময় নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ ও মাছ চুরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।