বাবার বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার স্বামীর ঘরে ফেরার পথে তিন সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর বাবা আ. আউয়াল।
নিখোঁজেরা হলেন জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর এলাকার আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু এবং তাঁদের তিন সন্তান তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) ও হুমায়রা আক্তার (৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২ জুন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বিজয়নগর উপজেলার সিংগারবীল ইউনিয়নের মেরাশানী এলাকায় তিন সন্তানসহ বেড়াতে যান। স্বামীর বাড়ি যাওয়ার জন্য তিন নাতনিসহ খালেদা আক্তার রিতুকে স্থানীয় একটি অটোরিকশায় তুলে দেন আ. আউয়াল। শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে তিনি খোঁজ নিলে জানতে পারেন তাঁর মেয়ে-নাতনিরা যাননি।
নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন গৃহবধূ ও তাঁর সন্তানদের বিভিন্ন স্থানে সন্ধান করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম। বলেন, ‘তিন সন্তানসহ মা নিখোঁজের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’