পঞ্চগড়ে মানবতার সোনালী মুকুট কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) পঞ্চগড় জেলা সদরের কেন্দ্রীয় মসজিদের দোতলায় উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক।
পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের সাবেক খতীব মাওলানা মুফতী আ ন ম আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রচিত মানবতার সোনালী মুকুট কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রমজান আলী, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জগদল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ইকরা বুক সেন্টারের সত্বাধীকারি জয়নাল আবেদীন, সোনালী মুকুট কাব্য গ্রন্থের লেখক মাওলানা রফিকুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক, মেধাবী শিক্ষার্থী জুলফিকার রহমান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু বক্কর সিদ্দিক। কাব্যগ্রন্থের রচিতা রফিকুল ইসলামের বাড়ী নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী মৌলভী পাড়া।