মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে বকুল মিয়া (৪২) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত গভীর রাতে র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম মুজিবনগর উপজেলার দারিয়াপুর রাস্তার উপর থেকে তাকে আটক করে।
এসময় তার হেফাজতে থাকা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক বকুল মিয়া মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের মৃত ইসরাফিলের ছেলে। তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনীস্থ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, বকুল মিয়া একজন চিহ্নিত মাদক পাচারকারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে মাদক পাচার করতো। ঘটনার সময় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে রাস্তার উপর অপেক্ষা করছিল। এসময় র্যাবের একটি টীম তাকে আটক করে।