ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নুসরাত (৮) সানিয়া (৮) ও মেহেদী (৬)। তারা একে অপরে আপন চাচাতো ভাই-বোন। এদের মধ্যে নুসরাত মন্নাছ খা-এর মেয়ে আর সানিয়া ও মেহেদী মন্নাছ খা ভাই রবিকুল খার সন্তান।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুকুরের পাশে খেজুর গাছ রয়েছে। গাছের খেজুর পুকুরে পড়ে। ওই খেজুরগুলো পানি থেকে আনতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।