অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি' পরিবেশ ও পর্যটন' বাস্তবায়নে বিশেষ বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা।
তিনি বলেন, ১৫ জুন ১ লা আষাঢ় হতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। ঔষধি, ফলজসহ সৌন্দর্য ছড়ায় এমন গাছ লাগানো হবে। রাস্তার দুধারে, নদী এলাকায় বৃক্ষ লাগাতে হবে। বৃক্ষ লাগাতে হলে সবার সহাযোগিতা প্রয়োজন হবে। সবাইকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। গাছ শুধু লাগাতে হবেনা। রোপন করা গাছ বাচিয়ে রাখতে হবে গাছ যেন মরে না যায়। গাছ বাচলে প্রান বাচবে, প্রকৃতিকে বাচিয়ে রাখতে হবে। গাছ লাগালে প্রানীকুলকে বাচিয়ে রাখতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ১৫ জুন সকাল থেকে গাছ লাগানো শুরু হবে। ২ লক্ষ গাছ রোপন করা হবে। বহমান নদী সহ নদীর ধার, আশ্রায়ন প্রকল্পসহ বিভিন্ন জায়গায় ফলজ, বনজ, ঔষধীসহ প্রায় ৬৬ প্রজাতির গাছ লাগানো হবে। ৫৪ টি বিদ্যালয় ২ লক্ষ বৃক্ষ লাগাবে, এনজিওরা বৃক্ষ রোপন করবেন ২২ হাজার। আমরা বাশের খুটি তৈরি করেছি। এ বাশের খুঁটি গাছের সাথে লাগানো হবে যাতে গাছগুলো বেকে না যায় বা ভেঙে না যায়। তিনি আরও বলেন, তিন উপজেলায় ৩ লক্ষ বৃক্ষ রোপন করার টার্গেট নিয়ে আমরা কাজ করবো। পর্যায়ক্রমে আমরা বৃক্ষ রোপন চালিয়ে যাবো।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক, এনটিভির সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি ও সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সফিকুল আলম সফিক, সিনিয়র সাংবাদিক, দেশরুপান্তরের শহীদুল ইসলাম শহীদ।