মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়ালিদ ফার্মেসীর সামনে রাখা একটি ব্যাগ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টীম
বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। পানিভর্তি বালতিতে চুবিয়ে এগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়।
ওয়ালিদ ফার্মেসীর স্বত্বাধিকারী ফরজ আলী জানান, সকাল দশটার দিকে দোকানে আসার পর তিনি দোকানের সাটারের সাথে একটি প্লাস্টিকের ব্যাগ বাধা দেখতে পান। ব্যাগের মুখ খুলতেই তিনি লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃস্য বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি মেম্বরকে জানান। পরে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশের একটি টীম বোমা সাদৃস্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে।
সদর থানার ওসি কনি মিয়া জানান, বোমা সাদৃস্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ভীতি সঞ্চারের জন্য এগুলো রাখা হতে পারে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।