মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে মিরাজুল ইসলাম (৪৬) নামের একজনকে আটক করা হয়েছে। রোববার (১৬ জুন) সকাল ৭ টার দিকে মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম মিরাজুলের নিজ বাড়ি কুষ্টিয়ার কবুরহাট সর্দারপাড়া থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা।
আটক মিরাজুল ইসলামের পিতার নাম মৃত ওমেদ আলী মন্ডল। র্যাবের দাবী, মিরাজুল একজন চিহ্নিত মাদক পাচারকারী। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মিরাজুল ও তার স্ত্রী সীতা খাতুন দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়াসহ আশেপাশের এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের কাছে বিক্রির জন্য মাদক আছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সীতা খাতুন পালিয়ে গেলেও ধরা পড়ে মিরাজুল। এসময় তার হেফাজতে থাকা ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।