যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল পৌনে ৮টায় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ শামীম হাসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ গ্রহন করেন। পরে খুতবা পাঠশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও শহরের পুরাতন ঈদগাহ ময়দানে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পৌরসভার মাহফুজুর রহমান রিটন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুলসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন।