পটুয়াখালীর গলাচিপায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে গলাচিপা মহিলা কলেজ প্রাঙ্গণে গোস্ত বিতরণ করা হয়।
গোস্ত বিতরণ কর্মসূচিতে পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সিনিয়র মৎস্য কমকর্তা জহিরুন্নবী,ইসলামিক রিলিফ বাংলাদেশ এ্যাসিসটেন্ট ম্যানাজার কামাল হোসেন, মহিলা কলেজের সিনিয়র প্রভাষক
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর দায়িত্বরত কমকর্তা কামাল হোসেন। জানা গেছে গলাচিপা উপজেলার আটটি ইউনিয়ন ও গলাচিপা পৌরসভা সহ মোট নয়টি ইউনিয়ন মিলে সাত শতাধিক এতিম, অসহায়, স্বল্প আয়ের মানুষদের দুই কেজি করে গরুর গোস্ত বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ গলাচিপার সকল কমকর্তা, এনজিও প্রতিনিধি, গলাচিপা পরিবার পরিকল্পনার রাকিবুল হাসান রাহাত সহ বিভিন্ন শ্রেনীর গণ্যমান্য ব্যক্তি।