দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) এর দুই থানায় গরু কেনার জন্য এক লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর মধ্যে কসবা থানা পুলিশকে এক লাখ ও আখাউড়া থানায় ৭০ হাজার টাকা দিয়েছেন তিনি।
রোববার দুই থানায় টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল।
মেয়র আরও বলেন, কোরবানির সময় অনেক পুলিশ সদস্য ছুটি নিয়ে বাড়ি না গিয়ে দায়িত্ব পালন করবেন। তাদের কথা চিন্তা করেই মন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। ওই টাকায় গরু কিনে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপনের করেছে কসবা ও আখাউড়া থানার পুলিশ সদস্যরা।