পঞ্চগড় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রশিক্ষন দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলছে।
অনেক প্রশিক্ষনার্থী পঞ্চগড় কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন নিয়ে দেশে বিদেশে চাকুরি করছে। অনেকে নিজ পায়ে দাড়াতে শুরু করে দিয়েছেন ব্যবসা বানিজ্য।
বর্তমানে পঞ্চগড় টিটিসিতে এসেট প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস আপ্লিকেশন, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, গার্মেন্টস (সুইং মেশিন অপারেটর)। প্রতিটি কোর্স ৪ মাস মেয়াদী, কনজুমার ইলেকট্রনিক্ মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্স ৪ মাস মেয়াদী কোর্স।
ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স ২ মাস মেয়াদি স্ব নির্ভর কোর্স ফি ২ হাজার টাকা। প্রি ডিপার্চার প্রশিক্ষন ৩ দিন মেয়াদ। নির্ধারিত এ ফি নিয়েই বিভিন্ন কোর্সে প্রশিক্ষন চলছে। এসব প্রশিক্ষন প্রকল্পে বর্তমানে ২১৫ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিচ্ছে।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সবগুলো কোর্স এক সাথে শুরু হয়ে বছরে প্রায় ১ হাজার প্রশিক্ষনার্থী দক্ষ ও জনশক্তি তৈরি হয়ে বের হয়।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদেরকে তাদের প্রশিক্ষকদের দিয়ে প্রশিক্ষন দিয়ে হাতে কলমে আর প্র্যাকটিক্যাল ভাবে দক্ষ ভাবে তৈরি করছেন।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই উপাধ্যক্ষ দায়িত্ব নিয়ে প্রতিষ্টানটি পরিচালনা করছেন। আব্দুল হালিম তারিখে পঞ্চগড় টিটিসিতে উপাধ্যক্ষ পদে যোগদান করেন।
প্রকৌশলী আব্দুল হালিম এখানে দায়িত্ব নেয়ার পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। তিনি আরও বলেন, এখানে প্রশিক্ষন নিয়ে পঞ্চগড়ের মানুষ দেশে বিদেশে চাকুরি করছে। তাদের বেকারত্ব দুর হচ্ছে। তাদের কর্মসংস্থান হচ্ছে। অনেক মেয়ে প্রশিক্ষন নিয়ে দুবাই, জর্ডান গিয়ে চাকুরি করছে।
বর্তমানে পঞ্চগড় টিটিসিতে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোনিক্স, ড্রাইভিং ( তাত্বিক) পদে একজন করে ইন্সট্রাক্টর কর্মরত আছেন। দুইজন ড্রাইভিং (ব্যবহারিক) ইন্সট্রাক্টর পদে কাজ করছেন। এছাড়াও ৬ জন কর্মচারি সার্বক্ষণিক প্রশিক্ষন নিতে আসা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছেন।