ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে হত্যার আলামত ও মুঠোফোন উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে অভিযানে নেওয়া হয়।
পরে কাজী কামাল আহমেদ বাবুকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিয়ে যায় ডিবি পুলিশ। পায়রা চত্বর-সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নেওয়া হয় তাঁকে। এ সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে কাজী কামাল আহমেদ বাবুর কাছ থেকে শুনে মাছ ধরার জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহরে নিরাপত্তা জোরদার করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অভিযান তদারকি করেন।
পরে ডিবি প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মামলার সব আসামি গ্রেপ্তারে অভিযান চলমান আছে। হত্যা মিশনে অংশ নেওয়া পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, ‘আজ ঝিনাইদহে বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মুঠোফোনে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথন করেছিলেন, সেটি উদ্ধারে এই অভিযান পরিচালনা করছেন। এই মুঠোফোনে পাওয়া গেলে মামলার আলামত হবে, পাশাপাশি অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি।
অভিযান শুরুর আগে আজ বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে নামেন ডিবি প্রধান হারুন অর রশিদ। সেখান থেকে তিনি অভিযানস্থলে যান। সেখানে কিছু সময় অভিযান তদারকি করেন। পরে বেলা ২টায় তিনি হেলিকপ্টারে ফিরে যান।