মেহেরপুরের মুজিবনগর নাজিরাকোনা সীমান্তের একটি বাড়িতে তল্লাশি করে একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও মদের বোতলসহ আশরাফুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আশরাফুল ইসলাম সোনাপুর গ্রামের হজরত আলীর ছেলে।
বৃহষ্পতিবার (২৭ জুন) দুপুরে ৬ বিজিবি’র একটি টীম এ অভিযান চালায়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আশরাফুল ইসলামকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়েছে।
বিজিবি বিজিবি নাজিরাকোনা ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম মুজিবনগর সীমান্তের একজন চিহ্নিত চোরাকারবারি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বিভিন্ন দ্রব্য পাচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নাজিরাকোনা ক্যাম্পের একটি টীম তার নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্র, গুলি ও মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়। ধৃতকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।