যুব সদস্যদের নিয়ে পঞ্চগড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির মতি বিনিময় সেবা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের ইউনিট কর্মকর্তা শেখ মাহমুদুন্নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
পঞ্চগড় সদর উপজেলার ২২ জন যুব সদস্য উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। পঞ্চগড় সদর উপজেলায় যুব সদস্য রয়েছেন ৫৪ জন। বাকি চার উপজেলায় যুব সদস্যদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলাসহ ও চার উপজেলার যুব সদস্যরা জেলার প্রত্যেকটি উপজেলার স্কুল, মাদরাসা গুলোতে দল গঠন করবে। দল গঠন করার পর তাদের কে প্রাথমিক প্রশিক্ষন দেয়া হবে। চলতি পথে বা বিভিন্ন কর্মকান্ডে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে যেভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।
পঞ্চগড় ইউনিটের ইউনিট কর্মকর্তা শেখ মাহমুদুন্নবী বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যরা সব সময় মানবতার সেবায় কাজ করে তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তারা নিঃস্বার্থভাবে কাজ করে। বিভিন্ন দুর্ঘটনায় বিভিন্ন শ্রেণীর মানুষেরা, পথচারীরা দুর্ঘটনায় পতিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যরা তাদেরকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে। তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকে। তাদেরকে আমরা কোন পারিশ্রমিক দেই না তারা নিজেরাই আর তো মানবতার সেবায় কাজ করে। দূর্যোগ, ঘূর্নিঝড়, বন্যাসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্ট সদস্যরা সারা দেশেই কাজ করে যাচ্ছে।