নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২২ বছর পদার্পণ উপলক্ষে বুধবার (৩ জুলাই) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে শোভাযাত্রা কেক কাটা গাছ বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব শিক্ষাবিদ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিতে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রধান, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন ,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় জেলা উদীচির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক আখতারুন নাহার সাকি, জাসদ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ লাবু ,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, উদ্যোক্তা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক কালের কন্ঠ ও এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এন টিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন পরে অতিথি বৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এর আগে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয় । শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগঠক গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘ ২১ বছর ধরে সুনামির সঙ্গে এনটিভি গণমানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশন করে আসছে। পঞ্চগড় জেলাকে দেশে-বিদেশে তুলে ধরতে এনটিভিকে আরো উদ্যোগী ভূমিকা পালন করার অনুরোধ করেন বক্তারা।