বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) জেলা বিএনপি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্ব করেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
তিনি বলেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। অথচ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে দিয়েও তাকে চিকিৎসা সেবা নেয়ার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। দেশেও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন না। তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দিচ্ছেন। পুলিশের, সেনা বাহিনীর অনেক বড় বড় লোকেরা হাজার হাজার কোটি টাকা অনিয়ম, দূর্নীতি, ঘুষ খেয়ে বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। তাদের বেলায় কোন সমস্যা হয়না। তাদের কোন বিচার হয়না। তারেক রহমানের নেতৃত্বে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দিয়ছে। তারেক রহমানের নামে মিথ্যা দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট রিনা পারভীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু দাউদ প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক এবিএম আখতারুজ্জামান শাহজাহান বক্তব্য দেন।
সমাবেশে জেলার পাচঁঁ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।