ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নলগড়িয়া উত্তর পাড়া এলাকা থেকে মাদক সহ মোছাঃ নিলুফা বেগম (৪০) কে গ্রেফতার করা করেছে।
অভিযানের খবর পেয়ে নিলুফার স্বামী রমজান খাঁ পালিয়ে যায়। নিলুফা বেগম মোঃ রমজান খাঁর স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো: এনামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ, সিপাই মোঃ রয়েল আহমেদ, মোঃ শাখাওয়াত হোসেন, মো: ইব্রাহিম খলিল, শিহাব রানা ও মোঃ সিফাত হোসেন এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে এই অভিযান পরিচালনা করি।
তিনি আরো জানান, আসামীদের দখলীয় পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট টিনের দুচালা বসতঘর ঘেরাও করি। এসময় নিলুফার বসতঘর তল্লাশী করে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের ভিতর হতে ১২০ বোতল এসকাফ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করি একই সাথে এক লক্ষ দশ হাজার বিশ টাকা জব্দসহ নিলুফাকে আটক করা হয়।