নানা আয়োজনের মধ্যদিয়ে প্রজন্ম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং ও ঈদ পুনর্মিলনী।
শনিবার (৬ জুলাই) ঢাকার ধানমন্ডি গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনকে সফল করতে প্রজন্ম পরিষদের প্রত্যেকটি সদস্যর নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের নামিদামি ৩৮টি কোম্পানিকে একই ছাদের নিচে আনতে সক্ষম হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করা সদস্যের সাথে কথা বলে জানা যায়, ধারণার চেয়েও ব্যাপক সাড়া ফেলে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি ৪টা থেকে শুরু হলেও সময় যত বাড়তে থাকে ব্যবসায়ীদের ভীড় ততই বাড়তে থাকে। সন্ধ্যা সাতটার পর থেকে অনুষ্ঠানটি ব্যবসায়িক মেলায় রূপ নিতে শুরু করে।
অনুষ্ঠানে আগত প্রত্যেকটি প্রতিষ্ঠান অপর প্রতিষ্ঠানকে দিয়েছে তাদের সেবার বর্ণনা ও বিভিন্ন প্রকার ডিসকাউন্ট। শ্রীলংকা এয়ারলাইন এর এক প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, তারা অনুষ্ঠানে আগত প্রতিষ্ঠানদেরকে এয়ার টিকেটে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। এক্সোটিক হলিডেজ লিমিটেড এর প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, বিটুবি পূর্বের রেটের থেকে কম মূল্যে প্যাকেজ দিবে আগত সকল প্রতিষ্ঠানকে।
এছাড়াও সেই সুদূর বগুড়া থেকে আগত করোতোয়া ট্যুরস এন্ড ট্রাভেলসে আছে যে নানা রকম ডিসকাউন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাস্যজ্জল চেহারার প্রতিচ্ছবি বলে দেয় অনুষ্ঠানটির সার্থকতার গল্প। ৩৮টি নামিদামি কোম্পানিকে সার্টিফিকেট প্রদান ও নৈশ ভোজ শেষে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে সামনে এরকম অনুষ্ঠান আরো অনেক হবে বলে জানিয়েছেন প্রজন্ম পরিষদের সদস্যগণ।