অত্যন্ত সুন্দর ও মনোরমভাবে আয়োজিত হয়ে গেল ০৫ জুলাই The Westin Dhaka বাংলাদেশ ও নেপালের মধ্যকার ট্যুরিজম প্রমোশন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। যার সম্পূর্ণ আয়োজনে ছিলেন নেপাল ট্যুরিজম বোর্ড নেপাল এ্যাম্বাসি অফ ঢাকা ও হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্টদুত মি: ঘানসাম ভান্ডারী।
নেপাল ট্যুরিজম বোর্ডের সদস্য নেপাল হোটেল এসোসিয়েশন প্রেসিডেন্ট ও বাংলাদেশের ট্যুরিজম শিল্পের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোকিত ছিলো আয়োজন।
বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কিছু ট্যুরিজম প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যোগদান করেন বিশেষ করে এই অনুষ্ঠানে নেপালের হোটেল ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সেবা সমূহ ব্যবসায়ীদের নিকট সফলভাবে তুলে ধরেন এবং হোটেল কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকার প্যাকেজ ও তার রেট নিয়ে ব্যবসায়ীদের মাঝে খুব সুন্দর খোলামেলা আলাপ-আলোচনা হয়েছে। প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট নেপাল ভ্রমণ করে থাকেন তাদের সুবিধার্থে মূলত এই আয়োজনটি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের ট্যুরিজম ব্যবসায়ীরা আরো সঠিকভাবে তাদের টুরিস্টদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সাহায্য ও সহযোগিতা করতে পারবে।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের অন্যান্য ব্যবসায়িক নেতারাও উপস্থিত ছিলেন। রাতের খাবার পরিবেশন এর আগে নেপালে ছাত্র-ছাত্রীদের দ্বারা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটিকে আরো বৈচিত্র মন্ডিত করে তোলে।
অনুষ্ঠানটিতে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন : ATAB president Abdus S. Aref, ATAB Secretary General Afsia Jannat Saleh.PATA Bangladesh Chapter Secretary General Taufiq Rahman BDINBAUND president Rezaul Ekram BOTOA president Iqbal Mahmud Bablu Asian tourism fair (ATF) Chairman Mohiuddin Helal,Khabir Uddin Ahmed TRIAB president.