কোটা বাতিলের দাবিতে আর কোটা রাখার পক্ষে পঞ্চগড়ে দুই পক্ষই কর্মসূচি দিয়ে দাবি আদায়ে সচ্চর হয়েছে। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মঙ্গলবার সকালে জেলা, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজন করে মানববন্ধন এ প্রতিবাদ সমাবেশের।
তারা চাকুরির ক্ষেত্রে পূর্বের ন্যায় সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা বহাল রাখার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পঞ্চগড় জেলা শাখা সহ-সভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার সাদত সম্রাট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, সন্তান কমান্ডের সহ সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন।
অপর দিকে চাকুরীতে সকল কোটা বাতিলের দাবিতে পঞ্চগড়ের সাধারন শিক্ষার্থী আন্দোলন করার প্রস্তুতি নেন। তারা কোটা বাতিলের দাবিতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সামনে জড়ো হন। তাদের কর্মসূচিতে বাধা দেন জেলা, উপজেলা ও এমআর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সাধারণ শিক্ষার্থীরা সেখান হতে সরে এসে পঞ্চগড় শেরেবাংলা পার্ক চত্বরে এসে জড়ো হন। সেখানে তারা চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে।