নীলফামারী সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার শিক্ষক মরহুম ক্বারী আবুল হোসেনের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় একসাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষক আবুল হোসেনের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ও সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (মউশিক) রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আবুল বাসার, পঞ্চগড জেলা কমিটির সভাপতি জাহেরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি, শিক্ষক মাহমুদা খাতুন।