ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে অনুমোদন দিয়েছেন। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত আগাম নির্বাচনের পর রবিবার (২৮ জুলাই) তিনি ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে অনুমোদন পেলেন নির্বাচিত প্রেসিডেন্ট। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
রবিবার নতুন প্রেসিডেন্ট নিয়োগের ডিক্রিতে সর্বোচ্চ নেতা বলেছেন, আমাদের মহান জাতির ইচ্ছার ভিত্তিতে আমি জ্ঞানী, সৎ, জনগণমুখী ও বিদ্বান ড. মাসুদ পেজেশকিয়ানের জন্য জনগণের রায়কে সমর্থন করছি এবং তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করছি।
নতুন প্রেসিডেন্টকে ইরানে ‘সংস্কারবাদী’ হিসেবে গণ্য করা হয়। আগামী মঙ্গলবার পার্লামেন্টে পেজেশকিয়ান শপথ নেবেন।
পেজেশকিয়ানকে সমর্থন অনুষ্ঠান তেহরানের রাজধানীতে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে তা সম্প্রচারিত হয়।
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ মোকাবিলার জন্য ব্যাংক ও বেশিরভাগ সরকারি অফিসকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোক্বের পেজেশকিয়ানের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।
পেজেশকিয়ান ৫ জুলাইয়ের দ্বিতীয় ধাপের নির্বাচনে রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করেন। তিনি প্রায় ১৬ মিলিয়ন ভোট বা মোট ৩০ মিলিয়ন ভোটের ৫৪ শতাংশ পেয়েছেন।
জালিলি ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান নন। সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ নেতা খামেনির হাতে রয়েছে। গত ৩৫ বছর ধরে এই পদে আছেন খামেনি।
খামেনির আনুষ্ঠানিক সমর্থনের পর পেজেশকিয়ান সর্বোচ্চ নেতাকে এবং ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।