সারাদেশে আগামী সোমবার (৫ আগস্ট) গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। শনিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে একটি মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানান ফয়জুল করিম। তিনি উল্লেখ করেন, ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির রেজাউল করীম পীর চরমোনাই।
এর আগে, শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য শেষে আবার মিছিলটি কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাব, পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।