ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ হাজার ৩০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে অবরোধের কারণে অনাহারে মারা গেছে ৩৫ জন শিশু। গাজায় ইসরায়েলি হামলার ৩০০ দিন উপলক্ষে প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস। বৃহস্পতিবার (১ আগস্ট) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি নিউজ এই খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলায় অন্তত ১৬ হাজার ৩১৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের হামলায় প্রায় ১০ হাজার ৯৮০ জন নারী, ৮৮৫ জন চিকিৎসক, ১৬৫ জন সাংবাদিক এবং ৭৯ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।’
মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সাতটি গণকবর আবিষ্কৃত হয়েছে। সেগুলো থেকে ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। ফলে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে দেশটি।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধে আহত হয়েছেন ৯১ হাজারেরও বেশি মানুষ।