লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সিরিজ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এই হামলা চালানোর দাবি করে গোষ্ঠীটি বলেছে, শীর্ষ কমান্ডারকে হত্যা করার প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। আরও হামলা হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তারা আক্রে শহরের কাছে দুটি সামরিক স্থাপনায় হামলায় একঝাঁক ড্রোন পাঠিয়েছে এবং অন্য একটি স্থানে একটি ইসরায়েলি সামরিক যানও হামলার লক্ষ্য করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশ কিছু শত্রু ড্রোন লেবানন থেকে এগিয়ে আসছে বলে শনাক্ত এবং একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, সাত জনকে নাহারিয়া শহরের দক্ষিণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আঘাতগুলো একটি ইন্টারসেপ্টরের কারণে হয়েছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে গেছে এবং কয়েকজন বেসামরিককে আহত করেছে। এ ঘটনার পর্যালোচনা এখনও চলমান।
টিভির ফুটেজে দেখা গেছে যে, নাহারিয়া শহরের একটি প্রধান রাস্তার পাশে একটি বাসস্ট্যান্ডের কাছে একটি ড্রোন আঘাত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আক্রে এলাকায় সাইরেন বেজেছিল, তবে এটি একটি মিথ্যা সতর্কতা ছিল। তারা বলেছে, তাদের বিমানবাহিনী দক্ষিণ লেবাননের দুটি হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি এবং ইরানের পক্ষ থেকে গত সপ্তাহে তেহরানে হামাসের প্রধানকে হত্যার প্রতিশোধের ঘোষণা এসেছে।
একটি হিজবুল্লাহ সূত্র রয়টার্সকে জানিয়েছে, কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখনও আসেনি।
এর আগে মঙ্গলবার, লেবাননের মাইফাদুন শহরে একটি বাড়িতে হামলায় চার জন নিহত হয়েছে। মেডিক্যাল ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহতরা হিজবুল্লাহর যোদ্ধা ছিল। তবে গ্রুপটি এখনও তাদের মৃত্যুর কথা নিশ্চিত করেনি।