একসময় ছিল ধানমন্ডি ৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। বর্তমান পরিচয় ধানমন্ডি ১১ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি। শুধু একটি বাড়ি নয়, এর ব্যাপ্তি ছড়িয়েছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ নামে। ১৯৬১ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এখানেই বসবাস করেছেন। এ বাড়ি থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে ওই বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়। ধ্বংস করা হয়েছে ভেতরের সবকিছু।
মঙ্গলবার সকাল থেকে অনেক উৎসাহী মানুষ ভবনটি দেখতে আসেন।