শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মেহেরপুরের তিনটি থানা ও ডিবির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার (৯ আগস্ট) সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
দায়িত্ব পালন করতে গেলে হামলার শিকারের আশংকায় ডিউটিতে যেতে চাইছেন না পুলিশ সদস্যরা। তাছাড়া নানা দাবিতে তারা অনড় রয়েছেন। এদিকে পুলিশ সদস্যদের স্বাভাবিক কাজে ফিরিয়ে আনতে গাংনী থানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন পুলিশ কর্মকর্তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পরিবেশ তৈরীর আশ্বাস দেওয়া হচ্ছে।
আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আনসারবাহিনীর সদস্যরা। সড়কে ট্রাফিকিং কার্যক্রমে এগিয়ে এসেছে বিএনসিসির সদস্যবৃন্দ। বিভিন্ন মোড়ে আনসার বাহিনী সাথে সহযোগিতা করতে দেখা যায় তাদের। গুরুত্বপূর্ণ মোড়ে গুলোতে ট্রাফিকিং কাজ করছে বিএনসিসির সদস্যবৃন্দ।