পঞ্চগড়সহ সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি, সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরন ও সামগ্রিক নিরাপত্তা ও সামগ্রিক ভাবে নিরাপত্তা নিশ্চত করার জন্য প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) দুপুরে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সনাতন ছাত্র জনতা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য বলেন, আমরা এদেশের নাগরিক। এদেশ থেকে আমরা অন্য কেন দেশে যাবো না। আমাদের সাথে আর কোন অমানসিক আয়োজন না করা হয়। সংখ্যালঘুদের ুপর কেন হামলা করা হচ্ছে। আমরাও তো দেশ স্বাধীন করেছি তাহলে কেন আমাতের উপর হামলা করা হবে। কেন আমাদের বাড়িঘর ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হবে।