মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলম হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবত আলীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আলম হোসেন। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন তার বাড়িতে প্রবেশ করে। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।