ভারতের বোলিং কোচ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরনে মরকেল। সপ্তাহখানেকের গুঞ্জনের অবসান ঘটিয়ে বুধবার তার সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
মরকেল ভারতের সাবেক ফাস্ট বোলার পরশ মামব্রের স্থলাভিষিক্ত হয়েছেন। তাতে করে ভারতের কোচিং স্টাফ টিম পরিপূর্ণ হলো। এই দলে আছেন প্রধান কোচ গৌতম গম্ভীর, সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন ডেসকাট ও ফিল্ডিং কোচ টি দীলিপ।
ইএসপিএন ক্রিকইনফো রিপোর্ট করেছে, ভারতের সাবেক সিমার আর বিনয় কুমারের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় থাকা মরকেল এই চাকরির জন্য এগিয়ে ছিলেন।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন মরকেল। তার নাম সুপারিশ করেছেন গম্ভীর, দুজনে ২০২২-২৩ আইপিএলের দুটি আসরে লখনউ সুপার জায়ান্টস ও এসএ টি-টোয়েন্টিতে ডারবান জায়ান্টসে একসঙ্গে কাজ করেছেন।
মরকেল ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৭ ওয়ানডে, ৮৬ টেস্ট ও ৪৪ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৫৪৪ উইকেট। অবসর নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দলের সঙ্গে বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। পাকিস্তান ও লখনউ ছাড়াও মরকেল ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ছিলেন। সাম্প্রতিক সময়ে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ায় বোলিং কোচের ভূমিকায় ছিলেন।