ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম গুলোতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মেহেরপুরের গণমাধ্যম কর্মীরা। বুধবার (২১ আগষ্ট) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচিতে সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি রাখেন সংবাদকর্মীরা।
এ সময় নিউজ ২৪ টিভি চ্যানেলের সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলা নিউজ ২৪ এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি আল আমিন হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তব্যে সাংবাদিকরা মিডিয়া হাউজে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গণমাধ্যমের উপর এমন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টাকে ন্যাক্কারজনক উল্লেখ করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে আহবান জানানো হয় বিক্ষোভে। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।