বিনা বিচারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণ বহলের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৃহষ্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য মো: গিয়াস। বক্তব্য রাখেন আলমগীর হোসেন, বিদার উদ্দীন, হাবিবুর রহমান সহ তাদের স্বজনরা।
এ সময় বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহ ছিলো আওয়ামী লীগ সরকারের একটি সাজানো নাটক। বিডিআরদের দেশ থেকে নিশ্চিহ্ন করায় ছিলো এ পরিকল্পনার অংশ। এতে ভারত সরকার সরাসরি অংশ নেয়। পিলখানায় হত্যাকন্ড হলেও দেশের বিভিন্ন জায়গায় থাকা বিডিআর ক্যাম্পে থাকা সদস্যদের আটক করে বিচারের আওতায় আনা হয়। এটি সম্পূর্ণ অমানবিক। সরকারের সাজানো নাটকের সুষ্ঠু তদন্ত চান তারা। শেখ হাসিনাসহ এ কর্মকান্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে।
সেই সময় পিলখানায় মেডিকেলে থাকা বিডিআর সদস্য হাবিবুর রহমান জানান, মেডিকেলে থাকার পরও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আনা হয় বিচারের আওতায়। রিমান্ডের নামে নেওয়া হয় আয়না ঘরে। সেখানে হাত, পা, মুখ বেঁধে চালানো হয় অকথ্য নির্যাতন। এই আয়না ঘরে তাকে ৩১ দিন ধরে রাখা হয় বলে দাবি করেন তিনি। পরে বিচারের মাধ্যমে তাকে ৩ বছরের সশ্রম কারদন্ড প্রদান করা হয়। অথচ এই ঘটনার কিছুই তিনি জানতেন না বলে দাবি করেন তিনি।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘ সময় ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চাকুরি ফিরে পাওয়াসহ ক্ষতি পূরণের দাবি তাদের।