২৪ এর ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের সুস্থতা কামনায় ছাত্র জনতার সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড় শহরের জালাসীস্থ পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা পঞ্চগড় পৌর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার দোয়া ও সমাবেশে বক্তব্য দেন মিজানুর রহমান মজনু, জুলফিকার রহমান, রবিউল আযম, সোহেল হোসেন, আশরাফুল ইসলাম, সাজেদুর রহমান সাজু। সঞ্চালনা করেন সহ সমন্বয়ক হাবিবুর রহমান শাওন
পঞ্চগড় জেলায় কোঠা সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা আন্দোলন করেন তাদেরকে সাথে নিয়ে হাজার হাজার ছাত্র জনতা সকল কোঠা বাতিলের দাবিতে আন্দোলন করেন।
পঞ্চগড়ের কোঠা আন্দোলনে নেতৃত্ব দেন ফজলে রাব্বি, মোখলেছুর রহমান, মকলেছার, মাসিদ রানা, আক্তার আলী, আফসানা আকরতার, সোনিয়া আক্তার সহ ২৪ জন সহ সমন্বয়করা।
অনুষ্ঠান শুরুতেই সাধারন শিক্ষার্থীসহ কোঠা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ছাত্র ছাত্রীরা বিজয় র্যালী বের করে। পরে পঞ্চগড়ের কোঠা আন্দোলনে অংশ নেয়া সমন্বয়ক ও সহ সমন্বয়কদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।