ভারি বর্ষন ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিম্নাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কসবা উত্তর, দক্ষিণ, বায়েক, নয়নপুর, শালদা নদী, মন্দবাক সহ আশ পাশের বিভিন্ন এলাকাতে পানিবন্দিদের মাঝে ৫ শতাধিক পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৪ আগষ্ট) দুপুরে বন্যায় ক্ষিত-গ্রস্ত এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর- বিজয় নগর ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর নিদের্শনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মিয়া নেতৃত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, জিয়া, নুর হোসেন, সজীব, কিশোর, জাকির সহ আরো অনেকেই।