পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের সকল অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
দেবীগঞ্জের কালীগঞ্জ দূর্নীতি বিরোধী ছাত্র জনতারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
রবিবার (২৫ আগষ্ট) কালীগঞ্জ দেবীগঞ্জ সড়কের কালীগঞ্জ বাজারে এ বিক্ষোভ সমাবেশ করে।
বিদ্যালয়ের সাবেক ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের গোয়েন্দা দীঘির লিজের টাকা, বিদ্যালয়ের মাঠ বরাদ্দের টাকা কোথায় যায়। এ টাকার হিসেবে দিতে হবে। বিদ্যালয়ের এ মাঠ আর ভাড়া দেয়া হবেনা। আমরা এখানে খেলাধুলা করবো। এ মাঠ আর ভাড়া দেয়া চলবে না। মাঠে আমরা আর হাট বস
তারা আরও বলেন, এরপর থেকে এ বিদ্যালয়ে আর কোন অনিয়ম আর দূর্নীতি হতে দিবো না। দুঃখের সাথে বলতে হয় বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা আয় হয়৷ সে টাকা কার পকেটে যায় সেটার হিসেবও দিতে হবে। বিদ্যালয়ে পর্যাপ্ত ওয়াশরুম নির্মান করা হয়নি। বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা এতে বিড়ম্বনার শিকার হন।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের মার্কেটের যেসব দোকানদাররা ভাড়া দেননা তাদের নিকট থেকে ভাড়া আদায় করা হবে। তাদের তালিকা প্রকাশ করবো।
দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে নেই আইসিটি, যার কারনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিটির বিষয়ে ধারনা পাচ্ছেনা। এছাড়াও বিদ্যালয়ে নেই কোন বিজ্ঞানাগার। যার কারনে বিজ্ঞান সম্পর্কেও পর্যাপ্ত শিক্ষা পাচ্ছেনা শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন।