শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় সাংবাদিকতার মধ্য দিয়ে-মনির হায়দার মেহেরপুরে ধর্ষকের পক্ষ নেওয়ায় থানা ঘেরাও, এসআই ক্লোজড ॥ ধর্ষক পক্ষের দুজন গ্রেফতার মেহেরপুরে জেলা নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা দেবীগঞ্জে গলায় রশি দিয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা পঞ্চগড়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণসহ হত্যাকান্ডের আসামী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেফতার-৩, অস্ত্র উদ্ধার

মেহেরপুরে পিপি পল্লব ভট্টাচার্যসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View
মেহেরপুরে পিপি পল্লব ভট্টাচার্যসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা
মেহেরপুরে পিপি পল্লব ভট্টাচার্যসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা

বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শণ করে মামলা, খুন ও গুমের ভয় দেখিয়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কামাল হোসেন নামের এক ব্যাক্তি মামলা দায়ের করেছে মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ শারমিন নাহারের আদালতে হাজির হয়ে তিনি এ মামলা দায়ের করেন।

মামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যের সহযোগী হিসেবে আরও ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিযুক্ত রয়েছেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক শারমিন নাহার সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি মারুফ আহমেদ বিজন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে “মেহেরপুর জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য প্রভাব খাটিয়ে সরকারের গুরত্বপূর্ণ পদ দখলে নিয়ে সন্ত্রাসী ও অস্ত্রবাজ সংগঠন তৈরি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেন এবং নিরীহ লোকদের মামলা, খুন ও গুম এর ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিগত ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৯টি মামলার আসামিদের কাছে থেকে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে নিরীহ লোকদের তাহার বাড়ীতে বা তাহার চেম্বারে ডেকে নিয়ে এসে চাঁদা আদায় করিয়াছে।

যেসব লোকজন আসামীকে চাঁদা দিতে ব্যর্থ হইয়াছে তাহাদের উপরে উল্লেখিত মামলায় আসামী করিয়াছে এবং উক্ত মামলায় আসামীর সংখ্যা অনুমান দেড় থেকে দুই হাজার হইবে এই আসামীদের সহিত জামিনের মুক্তি বা চার্জ হইতে খালাস বা খালাস প্রদানের নামে আসামীকে মিথ্যা মামলায় জড়ানো ও সাজা দেওয়ার ভয় দেখিয়ে তিন কোটি টাকা আদায় করেন। সর্বশেষ চলতি বছরের ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে বাদী তাহার দলীয় সংগঠনের পক্ষ হইতে মামলা মোকদ্দমা পরিচালনা করিবার দায়িত্ব থাকায় আসামী তাহাকে তাহার নিজস্ব বাড়ীর “ল” চেম্বারে ডেকে নেন। এবং সাক্ষীগণের উপস্থিতিতে ১১ জন আসামীর জামিনের জন্য ৪ লাখ টাকা চাঁদা গ্রহণ করেন।

মামলায় ১৮১ আসামির মধ্যে অন্যতম কয়েকজন হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, বুড়িপোতা ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামাল চৌধুরী, বারাদি ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরণ, ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন।

উল্লেখ্য, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য গত জুলাই-২৪ মাস থেকে দুই মাসের ছুটি নিয়ে জাপানে অবস্থান করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin